বুধবার দিন সিউড়ি স্টেশন এলাকার একাধিক দোকানদাররা সিউড়ি স্টেশনের RPF এর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সিউড়ি স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচির আয়োজন করে। সিউড়ি স্টেশন মাস্টার না থাকার কারণে আগামী 3 তারিখে তাদের পক্ষ থেকে পুনরায় ডেপুটেশন প্রদান করা হবে। পাশাপাশি সিউড়ি স্টেশন লাগোয়া যৌন পল্লীর যৌনকর্মীদের সঙ্গে বাকবিতন্ডায় জোরালো সিউড়ি স্টেশনের RPF আধিকারিকরা।