আজ 30 সেপ্টেম্বর মঙ্গলবার মহা অষ্টমী।এদিন মহা অষ্টমী উপলক্ষে মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম অঞ্চলের আমভুয়া রাজবংশী পাড়ার কার্তিক মন্দিরে মা দুর্গা ঠাকুরের মহা অষ্টমী উপলক্ষে পুজো পাঠ শুরু হয়েছে। এদিন পুজো দেখতে ভিড় করেছেন স্থানীয়রা।এদিন সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে, আমভুয়া গ্রামে এবার তাদের প্রথম দুর্গাপুজো।