বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করা হলো ১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের।১৯৫৯ সালের ৩১শে আগস্ট খাদ্য ও কেরোসিনের দাবীতে কৃষক শ্রমিক কর্মচারী সহ সর্বস্তরের শ্রমজীবিরা গেসলেন কলকাতায় - দাবী তুলেছিলেন "সস্তা দরে খাদ্য চাই - খেয়ে পরে বাঁচতে চাই"। - দাবীর কোন সুরাহা করা না হলেও ঐ নিরন্ন মানুষদের ওপর রাজ্য সরকার লেলিয়ে দিয়েছিল সশস্ত্র পুলিশ বাহিনীকে আর তাদের ওপর চালানো হয়েছিল নির্বিচারে