শিলচর কালাইন বেহাল সড়ক মেরামত, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, প্রাইমারি হেলথ সেণ্টার, উন্নতমানের শিক্ষা ব্যবস্থা ইত্যাদি আটদফা দাবিতে বুরুঙ্গায় স্টার সিমেণ্টের প্রজেক্ট ম্যানেজারের কাছে এক স্মারকপত্র প্রদান করল বুরুঙ্গা ডেভোলাপমেণ্ট অর্গানাইজেশন।শুক্রবার বিকাল ৫ টায় জানা গেছে,প্রজেক্ট ম্যানেজার দাবি পূরণের আশ্বাস দেন।