সোমবার বৃষ্টির পরিমাণ কমায় ডুলুং নদীর জলস্তর অনেকটাই নীচে নামল। নদীর জল কমার ফলে বেলিয়াবেড়া এলাকার বাঘেশ্বর কজওয়ে দিয়ে মানুষের যাতায়াত শুরু হয়েছে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ডুলুং এর জলস্তর অনেকটাই করেছে। স্বাভাবিক ভাবেই কৈমা ও বেলিয়াবেড়া এলাকার মানুষ কজওয়ের উপর দিয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে পারছেন।তবে এখন ও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার যানবাহন পারাপারের অনুমতি দেওয়া হয়নি।