পূজার আগে দু:স্থ অভাবী মানুষদের পাশে হুড়া ব্লকের চাটুমাদার গ্রাম পঞ্চায়েত।বুধবার বিকাল পাঁচ টার সময় চাটুমাদার গ্রাম পঞ্চায়েত এলাকার করনডি,আমলাতোড়া,বরিয়ারপুর সহ সাত আট টি গ্রামের আবালবৃদ্ধবনিতার হাতে নতুন বস্ত্র তুলে দেন।উপস্থিত ছিলেন হুড়া বিডিও আরিকুল ইসলাম, চাটুমাদার গ্রাম পঞ্চায়েত প্রধান মোহিত মাহাত,পঞ্চায়েত সমিতির জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুভাষ মাহাত,এলাকার বিশিষ্ট শিক্ষক অমিতাভ মিশ্র,বিপদতারন মাহাত সহ অন্যান্য ব্যক্তিত্ব। প্রধান মোহিত মাহাত বলেন প্রায়