Kultali, South Twenty Four Parganas | Aug 27, 2025
সুন্দরবন লাগোয়া কুলতলির জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের পালের চক গ্রামে ,ভালো ফলন পেতে কৃষকদের উদ্যোগে ও গ্রামবাসীদের সহযোগিতায় অনুষ্ঠিত হলো গরুর দৌড় মই ছাড়া খেলা । যা দেখতে এখানে হাজার হাজার মানুষজন আসে। শতাধিক কৃষক তাদের গরুকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এ বিষয় নিয়ে একাধিক ব্যক্তি তারা কি জানালেন শুনুন তাদের মুখ থেকে।