কমলপুর মহকুমার সবচাইতে বড় বাজেটের দূর্গাপুজো করছে মানিকভান্ডার ফ্রেন্ডস ক্লাব। তারা পুজো করে হরচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ের মাঠে। এবার তাদের বাজেট পঁচিশলক্ষ টাকা। প্যান্ডেল করছে পশ্চিমবঙ্গের শিল্পী কুমারেশ পাল। তাদের পুজোর থিম হলো শৈশব স্বপ্নের সন্ধানে। প্রতিমা তৈরি করছে স্থানীয় মৃৎশিল্পী রণজিৎ ভট্টাচাৰ্য, আলোকসজ্জায় থাকছে তেলিয়ামুড়ার আলোকশিল্পী শিবম ডেকোরেটার্স। আজ ক্লাব 'র পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে ছিলেন ক্লাব 'র কর্মকর্তারা।