আজ 1 অক্টোবর বুধবার মহা নবমী।এদিন মহা নবমী উপলক্ষে মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পশ্চিম বাজার সর্বজনীন দূর্গা পূজা মন্ডপে মা দুর্গা ঠাকুরের মহা নবমী উপলক্ষে পুজোপাঠ শুরু হয়েছে।এদিন পুজো দেখতে ভিড় করেছেন স্থানীয়রা।এদিন সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।