বেথুয়াডহারি যোগাসন শিক্ষা কেন্দ্র ছাত্রছাত্রীরা পাঁচ জন প্রতিযোগী ও প্রতিযোগিনীগন কৃষ্ণনগরে স্কুল গেমসে জেলায় চ্যাম্পিয়ন হন। প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে স্বর্ণ ,রৌপ্য ও ব্রোঞ্জ পদক প্রাপ্ত হয়েছেন । বেথুয়াডহরীরতে ফিরে এলে যোগাসন শিক্ষা কেন্দ্রের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হলো। এই নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক, ছাত্রছাত্রীর অভিভাবকদের প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া দিলেন শিক্ষা গুরু জীতেন্দ্রনাথ সরকার।