ত্রিপুরা নিউজ ৮ভারত নামে একটি পেইজ বুক পেইজে প্রকাশিত ৮নং গঙ্গানগর গন্ডাছড়ার এমডিসি ভূমিকানন্দ রিয়াং -এর স্ত্রী এবং উনার পিজি ছায়ারাম রিয়াংকে জড়িয়ে যে ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে, সেই ভাইরাল হওয়া ভিডিও ফুটেজের সত্যতা নিয়ে যেমন একদিকে প্রশ্ন উঠছে অন্যদিকে ত্রিপুরা নিউজ এইট কর্তৃক প্রকাশিত ওই ভিডিও ফুটেজ নিয়ে গোটা গন্ডাছড়া মহকুমায় ক্ষোভের ঝড় উঠেছে। বিশেষ করে গন্ডাছড়া মহকুমার বৃহত্তর অংশের রিয়াং জনজাতিদের মধ্যে তুমুল ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে।