নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শ্রীকোনা আঞ্চলিক সম্মেলন শনিবার বিকাল ৫ টা নাগাদ শ্রীকোনা বীরেশ মিশ্র স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয় l সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন নিখিল ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির শ্রীকোনা আঞ্চলিক কমিটির সভানেত্রী শীলা মন্ডল। শহীদ বেদিতে মাল্যদান করেন মাছুঘাট অঞ্চলের প্রবীণ মহিলা নেত্রী তুলনা দাস ।