Swarupnagar, North Twenty Four Parganas | Aug 24, 2025
স্বরুপনগর থানার ভারত ও বাংলাদেশ সীমান্তে হাকিমপুর চেকপোস্টের ঘটনা । হাসিনা সরকারের আমলের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক *আফরুজ্জামান* বাংলাদেশের রংপুর মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ছিলেন। ইউনুস সরকার আসার পরে সাতক্ষীরা জেলার সীমন্ত লাগোয়া গ্রামে আত্মগোপন করেছিল । কিন্তু গতকাল সন্ধ্যার দিকে প্রাকৃতিক দুর্যোগের সুযোগে হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশে ঢোকার চেষ্টা করলে সীমান্ত রক্ষী বাহিনীর জাওয়ানরা আটক করে, তারপর স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। এই ঘট