Swarupnagar, North Twenty Four Parganas | Aug 22, 2025
বালকি হাই স্কুল, সেই স্কুলের মধ্যেই অপরিকল্পিত ড্রেন। দূমাসের ও বেশি সময় ধরে কাটা হয়েছে তাতে এক হাঁটুর ও বেশি জল নোংরা আবর্জনা ভর্তি মাঝে মাঝে মশার লার্ভা ও উঁকি মারছে। খাবারের প্লাস্টিক এর মোড়কে ভরে উঠেছে গোটা ড্রেন। দেখলে মনে হবে না এটা স্কুলের পরিবেশ। ঘটনাটি উত্তর ২৪পরগনা জেলার বসিরহাট মহাকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর অঞ্চল এর ১০০মিটারের মধ্যে অবস্থিত বালকি হাই স্কুলের। ছাত্র ছাত্রী প্রায় ২০০০। খেলার মাঠের জল বের করার জন্য এই ড্রেন। দুমাসের ও বেশি এ