টিউবওয়েল থেকে জল তোলাকে কেন্দ্র করে মহিলার সঙ্গে বচসা। এর জেরে ঐ মহিলার বাড়ি ভাঙচুরের অভিযোগ, প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনা কাশিপুর থানার ইসন্দা এলাকার। ইসন্দা গ্রামের বাসিন্দা বুলু মণ্ডল নামে এক মহিলার অভিযোগ, গতকাল বিকাল সাড়ে ৫টা নাগাদ টিউবওয়েল থেকে জল নেওয়ার সময় তাকে বাধা দেয় গ্রামেরই সত্যবান রায় বলে এক ব্যক্তি। পরে ঐ ব্যক্তি দলবল নিয়ে তার বাড়িতেও হামলা চালায়, বলে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সত্যবান রায় সহ তিন প্রতিবেশীর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু