কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষামঙ্গল অনুষ্ঠিত হলো বেথুয়াডহরী দেশবন্ধু স্মৃতি পাঠাগারে। স্বর সপ্তক ,বাণিতীর্থ এবং নৃত্যাঙ্গনের পরিচালনায় বর্ষামঙ্গল অনুষ্ঠান হল। এখন বর্ষাকাল, সেই হিসাবে বৃক্ষ রোপণের উপযুক্ত সময় । আর তাই বৃক্ষরোপন দিয়ে শুরু হয় অনুষ্ঠানের শুভ সূচনা । বেথুয়াডহরি দেশবন্ধু স্মৃতি পাঠাগারে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি চৈতন্য দাশ ।উদ্বোধনী সঙ্গীত- বানীতীর্থর শিল্পী, কলাকুশলীগন। স্বরসপ্তক'এর আবৃতি অনুষ্ঠান- একক ও সমবেত আবৃত্তি