রাজ্যের বিভিন্ন স্থানে দুর্গাপূজার চাঁদার নামে বিভিন্ন ক্লাব, সংস্থার সদস্য কর্তৃক চরম জুলুমবাজীর বিরুদ্ধে সৌচ্চার হলো ধলাই জেলার অল ড্রাইভার কল্যাণ সংঘ। এই চাঁদার নামে চরম জুলুমবাজি বন্ধ করার দাবী জানিয়ে ধলাই জেলার প্রতিটি থানা, মহকুমা শাসক এবং ধলাই জেলা শাসকের হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা।