কাশীপুর ব্লকের তৃনমুল পরিচালিত সোনাথলি গ্রাম পঞ্চায়েত সেটিং করে ই-টেন্ডারের মাধ্যমে ১৭টি শকপির্ট এবং নামকাওয়াস্তে PCC ঢালাইয়ের কাজ করছে এমন অভিযোগ তুলে শুক্রবার বিকাল সাড়ে তিনটার সময় বিডিও এর দ্বারস্থ হলেন বিজেপির কাশীপুর মন্ডল ৬ এর সভাপতি শ্যামাপদ মন্ডল। তাঁর অভিযোগ জনগণের ট্যাক্সের টাকা এইভাবে তছনছ করছে পঞ্চায়েত,বিডিওকে জানিয়েছি,উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন যাওয়ার হুমকি দেন তিনি।কাশীপুর বিডিও সুপ্রিম দাস অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন।