Kultali, South Twenty Four Parganas | Aug 23, 2025
বেশ কয়েকদিন ধরে চলা মুষলধারে বৃষ্টিতে ভাঙলো মাটির বাড়ি। সুন্দরবন লাগোয়া কুলতলির দক্ষিণ দুর্গাপুরের সারোয়ার মোল্লার। এই কৃষক টির মাটির বাড়ি আজ বিকালে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ে ।এই মুহূর্তে আশ্রয়হীন হয়ে পড়েছেন এই কৃষক। এ বিষয় নিয়ে পরিবারের লোকজন কি জানালেন শুনুন তারই মুখ থেকে।