ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বীরপুরের এক গৃহবধূ রিংকি দুর্লভের। আজ তার বীরপুরের শ্বশুরবাড়ি থেকে তার বাবা বাড়িতে খবর দেওয়া হয় তার মৃত্যুর খবর। সেখান থেকে ছুটে আসেন নাকাশীপাড়া থানা সেখান থেকে মেয়ের মৃতদেহ দেখতে আসেন তার বাবা উত্তম দুর্লভ ।এই নিয়ে তিনি নাকাশীপাড়া থানার প্রতিক্রিয়া জানালেন ।আর তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছেন পুলিশ।