Kultali, South Twenty Four Parganas | Aug 26, 2025
স্বপ্ন ছিল বড় ইউটিউবার হওয়ার কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না কুলতলিতে চতুর্থ শ্রেণীর ছাত্রের। শোকস্তব্ধ গ্রাম। কুলতলি থানার ২ নম্বর জালাবেড়িয়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা। বাড়ির পাশের রান্না ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব নস্কর (১০)। সোমবার প্রতিদিনের মতোই সে সকালে স্কুলে যায় এবং বিকেলে বাড়ি ফিরে আসে। মায়ের কাছে খাবার চেয়ে খেয়ে অন্যাআন্য দিনের মতন খেলাধুলা করে পল্লব। মা পাশের বাড়ি তার জায়ের সঙ্গে গল্প করতে যায়, ঠিক সেই সম