নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। সোমবার দুপুরে গোয়েন্দা বিভাগের গোপন খবরের ভিত্তিতে টাউন হল সংলগ্ন এলাকা থেকে একটি টাটা পাঞ্চ গাড়ি থেকে বিপুল পরিমাণ বেআইনি বিলিতি মদ আটক করা হয়। পুলিশ সূত্রে খবর, গোপন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ বেশ কিছুদিন ধরে এই গাড়িটির ওপর নজর রাখছিল। সোমবার নির্দিষ্ট খবর পেয়ে আমবাসা টাউন হল এলাকায় গাড়িটিকে আটক করা হয়। এরপর গাড়িটিতে তল্লাশি চালিয়ে মোট ২৭ কার্টুন বিলিতি মদ উদ্ধার করে পুলিশ।