Bongaon, North Twenty Four Parganas | Sep 30, 2025
জেলা পুলিশের মানবিক উদ্যোগ। বৃদ্ধাশ্রম এর প্রবীণ নাগরিকদের নিয়ে পুজো পরিক্রমায় পুলিশ পরিবার-পরিজন তথা প্রিয়জনদের ছেড়ে যাদের শেষ ঠিকানা হয়েছে শরন্য আবাসন তাদেরকে সাথে নিয়েই পুজো পরিক্রমায় বেরোলো পুলিশ। তাদের হাতে তুলে দেওয়া হলো ভালোবাসার গোলাপ এবং পুজোর উপহার হিসাবে নতুন বস্ত্র। উৎসবের দিনে তারা যাতে একাকীত্ব অনুভব করতে না পারে সেদিকে নজর রেখেই জেলা পুলিশের এই আয়োজন।