মাঝে কয়েকদিন পরিষ্কার আবহাওয়া থাকার পর শনিবার ফের বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হল গোপীবল্লভপুর ব্লক জুড়ে।এদিন গোপীবল্লভপুর বাজার এলাকার পাশাপাশি ছাতিনাশোল, আলমপুর টোপগেড়িয়া সহ বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ার খবর পাওয়া গিয়েছে।বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির জন্য প্রায় ৩ ঘন্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এলাকা।