বিশ্ব শান্তির কামনা ও জীবকুলের মঙ্গল কামনায় বৈষ্ণব তীর্থ শ্রী পাট গোপীবল্লভপুরের রাধাগোবিন্দ জীউ মন্দির থেকে ভক্তরা পায়ে হেঁটে পুরির উদ্যেশ্যে রওনা দিলেন। সোমবার মহন্ত মহারাজ কৃষ্ণ কেশবানন্দ দেব গোষ্মামীর সাক্ষাৎ শেষে প্রায় দেড়শো জন ভক্ত পুরির দিকে রওনা দেন।খোল করতাল সহযোগে ভক্তরা পায়ে হাঁটা শুরু করেছেন। জানা গিয়েছে, শান্তি ও জীবকুলের মঙ্গল কামনায় শ্রী পাট গোপীবল্লভপুর থেকে ভক্তরা এই যাত্রা শুরু করেছেন।