ঘটনাটি বেথুয়াডহরি কাঁঠালবেড়িয়া সাঁকোর কাছে। স্থানীয় এক রেস্টুরেন্টের মালিক তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে PWD র জায়গার উপরে ইট বালি সিমেন্ট পাথরের ঢালাইয়ের কাজ করছিলেন । রাস্তাটি বেথুয়াডহরি পাটুলী ঘাট রাজ্য সড়ক। স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে পি ডাবলু ডি ইঞ্জিনিয়ার কে ফোনে জানান। পরে স্থানীয় মানুষজন সেখানে গিয়ে কাজ বন্ধ করে দেন। এই নিয়ে রেস্টুরেন্টের মালিক, পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় মানুষ কি বললেন শুনুন।