Kultali, South Twenty Four Parganas | Sep 13, 2025
সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সাইব্রতের ব্যবস্থাপনায় কুলতলীর মধ্য ও পূর্ব গুড়গুড়িয়ায় দূর্গাপূজার প্রাক মুহূর্তে শিশুদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। সাথে শতাধিক শিশুদের জন্য পূজা সামগ্রী, গৃহবধূ দের পূজা উপহার -সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নুতন বস্ত্র ও শিক্ষা সামগ্রী তুলে দিলেন এই সংগঠন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া এমনই সুন্দরবনের প্রান্তিক এই গুড়গুড়িয়ায় হরিপদ পাড়িয়া স্মৃতি পাঠশালার উদ্যোগে সাইব্রত সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকাণ্ড।