ধলাই জেলার মনুতে ১৩২ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। মনুবাজার থেকে সামান্য দূরে জাতীয় সড়কের ঠিক পাশেই গড়ে উঠেছে এই পাওয়ার সাবস্টেশনটি। দুপুর একটা নাগাদ প্রথমে ফলক উন্মোচন ও ফিতা কেটে এই সাবস্টেশনটির উদ্বোধন করেন মন্ত্রী। সাথে ছিলেন বিধায়ক শম্ভুলাল চাকমা, পল দাংশু সহ বিদ্যুৎ দপ্তরের অন্যান্য আধিকারিকরা।