Bhangar 1, South Twenty Four Parganas | Sep 4, 2025
"আমাদের দেশের হিটলারের নাম নরেন্দ্র মোদি" কর্মীসভা থেকে সরাসরি শওকত মোল্লার তোপ প্রধানমন্ত্রীকে।বৃহস্পতিবার রাত ন'টা নাগাদ ভাঙ্গর-1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, নারায়ণপুর অঞ্চলে নারায়নপুর হাইস্কুলে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়, উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ ভাঙ্গর এক নম্বর ব্লকের সমস্ত নেতৃত্ববৃন্দ।রাত পোহালে ঘটোক পুকুরে সভা আব্বাস সিদ্দিকীর,আর সেটাকে কেন্দ্র করে একের পর এক মন্তব্য ISF এর বিরুদ্ধে উগরে দিল