সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জীর ঘোষিত কর্মসূচী বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাংলা ভাষা ও বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে কলকাতায় রেড রোডে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলন ও প্রতিবাদ চলছে । গতকাল বিজেপির আঙ্গুলি হেলনে সেনা বাহিনী তৃণমূল কংগ্রেসের *প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলার প্রতিবাদে আজ ইং -02/09/2025 মঙ্গলবার বিকাল বেথুয়াডহরী স্ট্যাচুর মোড়ে নাকাশীপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই *বিক্ষোভ কর্মসূচীর* আয়োজন করা হয় ।