বড়খলায় একটি ফার্মেসি থেকে এক ভূয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে পুলিশ।বৃহস্পতিবার বিকাল ৫ টায় জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে বড়খলায় একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে পুলিশ ভূয়ো চিকিৎসককে গ্রেপ্তার করে। গ্রেফতার ভূয়ো চিকিৎসকের নাম নীহার হুসেন মাঝারভুইয়া।