লংতরাইভ্যালি মহকুমার ছৈলেংটা ফিশারীপাড়া এলাকায় চুরি করতে গিয়ে সোমবার রাতে জনতার হাতে ধরা পড়েছেন তিনজন। আটককৃতদের মধ্যে একজন ছৈলেংটা থানায় কর্মরত এসপিও। জনতা তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই তিনজন ফিশারীপাড়া এলাকায় চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সংঘবদ্ধ হয়ে তাদের হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।