Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 22, 2025
৩৭৩ বছরের প্রাচীন ব্যারাকপুর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দিরে আয়োজিত হলো কৌশিকি অমাবস্যা উপলক্ষে বিশেষ পুজো এই দিন সকাল থেকে মানুষ মন্দিরে ভিড় জমাতে শুরু করেন। সন্ধ্যের পর শুরু হয় বিশেষ হোম যজ্ঞ। এরপর অঞ্জলি এবং ভোগ নিবেদন করা হয় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতাকে।