চাকরি হারা শিক্ষক কালোব্যাজ পড়ে SSC পরীক্ষায় বসলেন মহিষাদল গার্লস কলেজে। হলদিয়া চকদ্বীপা হাই স্কুলের চাকরি হারা শিক্ষক কার্তিক আদব।রবিবার ন বছর পর SSCপরীক্ষা হল রাজ্যজুড়ে।কোর্টের নির্দেশে চাকরি-বাতিল প্রায় ২৬ হাজার শিক্ষক তার মধ্যে কার্তিক আদক একজন। কালোবাজারি পরীক্ষা দিতে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সরকারকে কটাক্ষ।