Download Now Banner

This browser does not support the video element.

নাকাশিপাড়া: দশভূজা ওয়েলফেয়ার ট্রাস্ট এর অষ্টম বাৎসরিক অনুষ্ঠানে

Nakashipara, Nadia | Sep 7, 2025
বেথুয়াডহরীর অন্যতম সমাজ সেবী সংগঠন দশভূজা ।আজ আজ তাদের অষ্টম বর্ষ পূর্তি হল । এই অষ্টম বর্ষ পূর্তিতে অনুষ্ঠানে এ বছর সেরা কীর্তি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর। নদিয়া জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধক্ষ সিরাজ শেখ , নাকাশীপাড়া থানার আইসি, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কনিষ্ক চট্টোপাধ্যায়, নিরুপম দাস anti corruption test of India সভাপতি কাজল বিশ্বাস।
Read More News
T & CPrivacy PolicyContact Us