সাংগঠনিক বৈঠক তৃণমূলের।শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় হুড়ার লধুড়কায় অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। হুড়ার লধুড়কা অঞ্চলের প্রতিটি বুথের বুথ সভাপতি সহ কর্মীদের নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করার লক্ষ্যে এবং পাড়ায় সমাধানে বুথের উন্নয়ন সঠিক ভাবে রূপায়ণ করতে এই বৈঠক বলে জানান তৃণমূল নেতৃত্ব।উপস্থিত ছিলেন হুড়া ব্লক সভাপতি প্রসেনজিৎ মাহাত, তৃণমূল নেতা কার্তিক মুখার্জী সহ অন্যান্য নেতৃত্ব।