This browser does not support the video element.
গাইঘাটা: আজ মহা সপ্তমী। শিমুলপুর জাগ্রত সংঘ এর এবারের পুজো ৬০ তম বর্ষ এ পা দিল।
Gaighata, North Twenty Four Parganas | Sep 29, 2025
আজ মহা সপ্তমী। শিমুলপুর জাগ্রত সংঘ এর এবারের পুজো ৬০ তম বর্ষ এ পা দিল। তাদের এবারের পুজোর থিম- থাইল্যান্ডের গোল্ডেন টেম্পেল। শহরতলীর পাশাপাশি থিমের পুজো নজর কারছে গ্রামগঞ্জের পুজো। আজ সন্ধ্যা সাতটা থেকেই শিমুলপুর জাগ্রত সংঘের পূজা মন্ডপের ভিড় জমেছে।