Basirhat 2, North Twenty Four Parganas | Sep 6, 2025
ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার বসিরহাট ২ নম্বর ব্লকের মাটিয়া থানার রাহারহাটি এলাকার ঘটনা। গত তিন দিন আগে রকি আরোৎদাড় নামে বছর কুড়ি এর যুবক বাড়ি থেকে বেরিয়ে যান বাজারের উদ্দেশ্যে। তারপর থেকেই কার জুতো নিখোঁজ হয়ে যান এই যুবক। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীদের খোঁজাখুঁজি করলেও কোনরকম খোঁজ মিলছে না। অবশেষে ওই যুবকের পরিবারের লোকেরা শনিবার বিকাল চারটা নাগাদ মাটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ।