Download Now Banner

This browser does not support the video element.

নাকাশিপাড়া: বেথুয়াডহরি 1 জিপির ১১২ নম্বর বুথে বাড়ি বাড়ি থেকে পঞ্চায়েতের গাড়িতে করে আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে

Nakashipara, Nadia | Sep 3, 2025
বেথুয়াডহরি এক নম্বর পঞ্চায়েতের112 নং বুথে জনপ্রতিনিধি ঐশ্বর্য সাহার উদ্যোগে *স্বচ্ছ ভারত মিশন* প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়েছে। প্রথমেই তারা বাড়ি বাড়িতে পচনশীল ও অপচনশীল বর্জ্য পদার্থ সংগ্রহের জন্য বালতি বিতরণ করে দিয়েছেন ইতিমধ্যেই । এরপরে সেগুলি সংগ্রহের কাজশুরু করেছেন পঞ্চায়েত সদস্যা। প্রতিদিনই বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে দূরে নিয়ে যাওয়া হচ্ছে। স্বতঃস্ফূর্তভাবে এলাকাবাসীরা তাদের আবর্জনা সংগ্রহ করে গাড়িতে জমা দিচ্ছেন।
Read More News
T & CPrivacy PolicyContact Us