নিজেদের বাড়ির ছাদে আস্ত একটি হেলিকপ্টার তৈরি করে নজির গড়লেন কাশীপুরের এক শিক্ষক দম্পতি। নিজেদের বাড়ির সাধারণ ছাদের উপর গড়ে তুললেন আকাশ ছোঁয়ার এক অসাধারণ স্বপ্ন। শুধুমাত্র নিজেদের সখ আর সৃষ্টিশীলতাকে সঙ্গী করে কাশীপুরের এলাকার শিক্ষক অধীর কুমার হালদার ও তার স্ত্রী শিক্ষিকা মৌসুমী কর হালদার কাশীপুর এলাকায় অবস্থিত নিজেদের বাড়ির ছাদের উপর দাঁড় করিয়ে ফেলেছেন একটি আস্ত হেলিকপ্টার। যদিও এটি এখনও আকাশে উড়ে ওঠার জন্য প্রস্তুত নয়। কিন্তু তাদের লক্ষ্য এটিকে