গোপীবল্লভপুরের বাগসাই গ্রামের শিব শক্তি ক্লাবের গণেশ পুজা উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট। একদিনের নকআউট টুর্নামেন্টের শেষ পর্যায়ে বিজয়ী হল বেলিয়াবেড়ার গড়িগ্ৰাম ফুটবল টিম।নয়াবসান ভাই ভাই ফুটবল টিমকে ট্রাইব্রেকারে ২ গোলের ব্যবধানে পরাজিত করে গড়িগ্ৰাম ফুটবল টিম।গণেশ পূজার দ্বিতীয় দিন বৃহস্পতিবার বাগসাই শিব শক্তি ক্লাবের পক্ষ থেকে আট দলের ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়।