একটি ঘটনা ২০১৩ সালে পাটিকাবাড়ির এক ব্যক্তিট তার স্ত্রীর ছবি মোবাইলে পোস্ট করেন। এই অভিযোগের ভিত্তিতে তার স্ত্রী তার নামে সাইবার ক্রাইমে মানহানির মামলা করেছিলেন তার বিরুদ্ধে ।তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ।সেই থেকে তিনি হাজারহাজিরা না দিয়ে পলাতক থাকেন সেই ব্যক্তির বিরুদ্ধে আদালত ওয়ারেন্ট বের করে । অপর ঘটনা ২০২৩ সালের জমি জায়গার সংক্রান্ত বপারিবারিক বিবাদে মারামারি অভিযোগ ছিল ৫জনএর বিরুদ্ধে।