বড়খলার নারাইনছড়া চা বাগানের খুকন রিকিয়াশন নামের এক ব্যক্তি হাতে দা -নিয়ে উন্মত্ত অবস্থায় চা-বাগানের মোহন বাউরি,রুমি বাউরি,সুসন ভুমিজ,প্রীতম বাউরি,দিলিপ সাউয়ের উপর প্রাণঘাতী হামলা চালায়।এতে বরাতজোরে রক্ষা পায় তারা।কিন্তু আচমকা তার হামলায় গুরুতর আহত হন ৫ জন।বৃহস্পতিবার বিকাল ৩ টায় জানা গেছে,পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খুকন রিকিয়াশনকে গ্রেফতার করে।