শিক্ষকতাকে ভালোবেসেন। ভালোবেসেন ছাত্র-ছাত্রীদের। অবসরের পরে পেরিয়ে গিয়েছে ২৪ টা বছর। কিন্তু স্কুলে যাওয়া এখনও থামেনি পুরুলিয়ার কাশীপুরের সুবল নন্দীর। থামেনি ছাত্রছাত্রীদের পড়াশোনা করানোটাও। ঝড় হোক বা বৃষ্টি, প্রতিদিন নির্দিষ্ট সময়ে স্কুলে হাজির হয়ে যান প্রবীণ এই শিক্ষক। বয়স হার মানাতে পারেনি তাকে। ৮৫ বছর বয়সেও স্কুলের সিঁড়ি বেয়ে নিমিষেই উঠে যান দোতলার ক্লাসরুমে। ছাত্রছাত্রীদের কাছে ৮৫ বছরের এই শিক্ষক এখন ‘দাদু স্যার’ নামেই পরিচিত।