ঘটনাটি নাকাশিপাড়ার বিক্রমপুর পঞ্চায়েতের অন্তর্গত শলিগ্রামের সালাউদ্দিন শেখের। সালাউদ্দিন শেখের বাবা নসীম শেখ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ছেলের সন্ধানে।সালাউদ্দিন শেখ মুম্এবাইকটিবের এর একটি কারখানায় ফেব্রিকের কাজ অর্থাৎ ওয়েল্ডিং এর কাজ করতেন শ্রমিক হিসেবে। গত ২রা সেপ্টেম্বর বাড়ি আসবেন বলে সালাউদ্দিন শেখ স্টেশন থেকে ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন । সেখানে তিনি মুড়িও কিনছিলেন দেখা যায় ভিডিও কলে। সেটি তার পরিবার সূত্রে জানা যায়।