বনগাঁর চাদা রায়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, ২০ জনের বেশি যাত্রী আহত । আজ উত্তর ২৪ পরগনার বনগাঁ বাগদা রোড এর যাত্রীবাহী বাস চাঁদা রায়পুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে সজোরে ধাক্কা মারে। সেই সময় বাসে বহু যাত্রী ছিল। বাসের মধ্যে আটকে ছিল বাসের ড্রাইভার । প্রচুর যাত্রীরা আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে স্থানীয় বাসিন্দারা । ঘটনাস্থলে বনগাঁ থানার পুলিশ ৷