Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 5, 2025
হযরত মুহাম্মদ এর জন্মদিন নবী দিবস উপলক্ষে পালন করা হয় গোটা বিশ্বজুড়ে সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দিতে খড়দহ জামা মসজিদের পক্ষ থেকে আয়োজিত হলো শোভাযাত্রা, এই শোভাযাত্রা খড়দহ জামা মসজিদের সামনে থেকে শুরু হয়ে পিকে বিশ্বাস রোড বিটি রোড হয়ে টাটা গেট দিয়ে ফের মসজিদ চত্বরে ফিরে যায়, এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন খড়দহ জামা মসজিদের ইমাম মুহাম্মদ জৈনুদ্দিন হাবিবি, টিটাগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌরপিতা ইনাম খান সহ