Kultali, South Twenty Four Parganas | Sep 10, 2025
মূলত কুলতলীর অধিকাংশ মানুষজন মৎস্যজীবী। নদীতে মাছ কাঁকড়া ধরে তারা জীবিকা নির্বাহ করে। এখন কুলতলীর দেউলবাড়ী মৈপিঠ ভাষা গুড়গুড়িয়া সো একাধিক এলাকার মৎস্যজীবীরা নদীতে নোনা জল নিয়ে কাঁকড়া চাষ করে স্বাবলম্বী হচ্ছে সেই চিত্র উঠে এলো আমাদের প্রতিনিধির ক্যামেরায়।