গতকালের প্রবল বর্ষণে সুরমা বিধানসভার চন্দননগর এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। খবর পেয়ে আজ দুপুরে সেখানে পরিদর্শনে যান সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস পাল। বিধায়িকা স্বপ্না দাস পাল চন্দননগরে পৌঁছে প্লাবিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন। তিনি বন্যার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি এবং সাধারণ মানুষের দুর্দশা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।