দেশি বন্দুক দিয়ে গুলি চালানোর ঘটনায় দু'জনকে আটক করেছে ছৈলেংটা থানার পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সাদা মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ আটক দু'জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। সোমবার সন্ধ্যায় ছৈলেংটা থানার অন্তর্গত চালিতা ছড়া জয়চন্দ্র পাড়া এলাকায় গুলি চলার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ জানতে পারে, সাদা মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তির শরীরে গুলি লেগেছে।